Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Country

3 days ago

Ayushman Assam approval:আয়ুষ্মান অসম-এর জন্য ৩২৫ কোটি টাকা সহ কয়েকটি প্রকল্পে অনুমোদন মন্ত্ৰিসভার

Cabinet approves Ayushman Assam
Cabinet approves Ayushman Assam

 

গুয়াহাটি, ১৪ আগস্ট : স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি, আয়ুষ্মান অসম, বিদ্যুৎ ও সবুজ শক্তি, রাজ্যে বাণিজ্যিক পরিবেশ উন্নত করার ইত্যাদি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর পড়েছে অসম মন্ত্রিসভার বৈঠকে।

গতকাল বুধবার রাতে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ‘মুখ্যমন্ত্ৰী আয়ুষ্মান অসম’ প্রকল্পের অধীনে ২০২৫-২৬ অৰ্থবৰ্ষে বিরতিহীন চিকিৎসার সুবিধা অব্যাহত রাখতে বাকি ৩২৫ কোটি টাকায় বণ্টনে অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভা। এর বলে যোগ্য সুবিধাভোগীরা ক্যাশলেস চিকিৎসা পেতে থাকবেন।

বিদ্যুৎকে আরও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে কয়লা মন্ত্রক থেকে প্রতি ইউনিট ৫.৭৯ টাকায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার সিদ্ধান্তে পোস্ট-ফেক্টো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া, রাজ্যের পরিষ্কার জ্বালানি ক্ষমতা জোরদার করতে কারবি আংলং-এ ১,৫০০ মেগাওয়াট ক্ষমতার একটি পাম্পড স্টোরেজ প্রকল্প অনুমোদিত হয়েছে। এর ফলে রাজ্যের নবীকরণযোগ্য বিদ্যুৎক্ষমতা শক্তিশালী হবে।

ব্যবসা করার সহজতা নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রিসভা শিল্প প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে, সবুজ ভবনগুলিকে উৎসাহিত করতে এবং অর্থনৈতিকভাবে দুর্বল অংশের জন্য আবাসন সুবিধা প্রদানের জন্য আসাম ইউনিফাইড বিল্ডিং কনস্ট্রাকশন (রেগুলেশন) উপ-আইন, ২০২২ সংশোধন করেছে। এর দ্বারা ঔদ্যোগিক বিকাশ, সবুজ ভবন নিৰ্মাণ এবং অৰ্থনৈতিকভাবে দুৰ্বল শ্ৰেণির ঘর নিৰ্মাণে সহায়ক হবে।

এছাড়া ‘মিশন বসুন্ধরা ৩.০’-এর অধীনে ধুবড়ি এবং বিশ্বনাথ জেলার অকৃষিজমির পুনর্গঠন ও হস্তান্তরের জন্য আটটি প্রস্তাবও অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়।

মন্ত্ৰিসভায় গৃহীত সিদ্ধান্ত সম্পৰ্কে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, এই সিদ্ধান্তগুলি সৰ্বজনীন স্বাস্থ্যসেবা, নিৰ্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ, বহনক্ষম শক্তির লক্ষ্য এবং বিনিয়োগকারী অনুকূল সংস্কারের প্ৰতি সরকারের দায়বদ্ধতাকে প্ৰতিফলিত করে।

You might also like!