Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Country

2 hours ago

Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের!

The ministry of petroleum and natural gas' poster for Independence Day
The ministry of petroleum and natural gas' poster for Independence Day

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আবহেই নয়া বিতর্কে জড়াল মোদি সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে শেয়ার করা একটি পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পোস্টারে দেখা যাচ্ছে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিংয়ের সঙ্গে একই সারিতে বিনায়ক  দামোদর সাভারকরের ছবি। এই নিয়েই বিতর্ক তুঙ্গে। 

কংগ্রেসের জাতীয় সম্পাদক কেসি বেণুগোপাল এক্স হ্যান্ডলে তীব্র প্রতিবাদ করেছেন এহেন পোস্টারের। তাঁর কটাক্ষ ‘ব্রিটিশদের কাছে ক্ষমাপত্র জমা সাভারকরের মতো মানুষকে গান্ধীজির উপরে রাখা হচ্ছে- সেই অপরিহার্য মহাত্মা যিনি স্বাধীনতা এনে দিয়েছিলে আমাদের’। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সাভারকরকে পোস্টারে রেখে জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই প্যাটেলের মতো ব্যক্তিত্বকে জায়গা দেওয়া হয়নি কেন। তিনি আরও লেখেন, ‘প্রতিবার স্বাধীনতা দিবসে মোদির নেতৃত্বে বিজেপি ইতিহাস বিকৃতির পক্ষে একটি করে পয়েন্ট তুলে ধরে। নায়কদের সরিয়ে বিশ্বাসঘাতকদের প্রাধান্য দেয়। অবশ্য যাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের  সঙ্গে ষড়যন্ত্র করে বিভাজনের বীজ পুঁতেছিল এবং যাদের ছড়ানো ঘৃণা আজও আতঙ্কিত করে তাদের কাছে আর কী আশা করা যায়?’ 

উল্লেখ্য, এর আগেও একাধিকবার সাভারকরকে কেন্দ্র করে বিজেপির অবস্থান নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিশেষ করে, আন্দামানের সেলুলার জেল থেকে মুক্তি পেতে সাভারকরের ব্রিটিশ সরকারের কাছে দেওয়া মুচলেকা নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে। যদিও সেই বিতর্ক পাশ কাটিয়ে বিজেপি তাঁকে ‘বীর’  উপাধি দিয়ে বারবার সামনে এনেছে। তাঁর 'রাজনৈতিক হিন্দুত্ব' ভাবনার সূত্রধর হিসেবেই তাঁকে দেখা হয়। আরএসএস ও বিজেপির আদর্শগত ভিত্তির অন্যতম স্তম্ভ বলেই পরিচিত তিনি। তাই বিজেপির পক্ষ থেকে বারবার তাঁকে গুরুত্ব দিয়ে হিন্দুত্বের আবেগকে উসকে দেওয়ার চেষ্টাই হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। আর এবার, স্বাধীনতা দিবসের সরকারি পোস্টারে তাঁকে মহাত্মা গান্ধী, নেতাজি ও ভগৎ সিংয়ের সঙ্গে এক সারিতে বসানোয় ফের নতুন করে বিতর্ক দানা বাঁধল।

You might also like!