Country

2 hours ago

RSS Contribution Celebration : বুধবার সঙ্ঘের শতবর্ষ উদযাপনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, প্রকাশ করবেন ডাকটিকিট ও মুদ্রা

PM Modi and rss (symbolic picture)
PM Modi and rss (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করবেন। শতবর্ষ উদযাপনে আরএসএসের উত্তরাধিকার, এর সাংস্কৃতিক অবদান এবং দেশের ঐক্যে এর ভূমিকা তুলে ধরা হবে। এই উপলক্ষে, প্রধানমন্ত্রী দেশের প্রতি আরএসএস-এর অবদান তুলে ধরে একটি বিশেষভাবে ডিজাইন করা স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করবেন।মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী ১ অক্টোবর সকাল সাড়ে দশটায় নতুন দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এই উপলক্ষে, প্রধানমন্ত্রী দেশের প্রতি সংঘের অবদানের চিত্র তুলে ধরে একটি বিশেষভাবে ডিজাইন করা স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী সমাবেশে ভাষণও দেবেন।বিবৃতিতে বলা হয়েছে, ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার ১৯২৫ সালে বিজয়াদশমীর দিনে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা, শৃঙ্খলা, সেবা এবং সামাজিক দায়িত্ব প্রচারের লক্ষ্যে একটি স্বয়ংসেবক-ভিত্তিক সংগঠন হিসেবে সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।

You might also like!