Country

1 hour ago

Delhi Weather : আবহাওয়ার পরিবর্তন দিল্লিতে, স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

Delhi Weather  (symbolic picture)
Delhi Weather (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লির বিভিন্ন অংশ। মঙ্গলবার বেলার দিকে দিল্লির আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে, শহরের বেশ কয়েকটি অংশে ঝোড়ো হাওড়া ও বৃষ্টিপাত হয়। দিল্লি নর্থ অ্যাভিনিউ এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। মান্ডি হাউস, দিল্লির গান্ধী নগর এলাকাতেও বৃষ্টি হয়েছে। আচমকা এই আবহাওয়ার পরিবর্তনে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকায়ও হালকা বৃষ্টি হয়, যা গরম থেকে স্বস্তি এনেছে। এদিকে, নয়ডা এবং গাজিয়াবাদেও ভারী বৃষ্টিপাত হয়েছে।

You might also like!