Country

2 hours ago

Betting App Case : ইডি-র দিল্লি অফিসে হাজিরা ঊর্বশী রাউতেলার

Urvashi Rautela (symbolic picture)
Urvashi Rautela (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : অনলাইন ব্যাটিং অ্যাপ মামলায় ইডি-র সমন পেয়ে হাজিরা দিলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। দিল্লিতে ইডি-র অফিসে মঙ্গলবার সকালে হাজির হন অভিনেত্রী। বেআইনি অনলাইন অ্যাপসের হয়ে বিজ্ঞাপনে মুখ দেখান তিনি। সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সমন পাওয়ার পর মঙ্গলবার ইডি-র মুখোমুখি হয়েছে ঊর্বশী।উল্লেখ্য, বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বেশ কিছু অভিনেতা ও খেলোয়াড়দের তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন। আবার অঙ্কুশ হাজরাও ইডি-র দফতরে হাজিরা দেন।


You might also like!