Festival and celebrations

4 months ago

Durga Puja 2025 Metro Guide: জ্যামকে বলুন টাটা, মেট্রোয় চেপে ঘুরে নিন ঠাকুর! রইল তিন রুটের পূর্ণাঙ্গ রুটম্যাপ

Durga Puja 2025 Metro Guide
Durga Puja 2025 Metro Guide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে দেবীপক্ষ। মহানগরী ইতিমধ্যেই আলো, রঙ, শিল্পকলা আর প্যান্ডেলের সাজে সেজে উঠতে শুরু করেছে। প্রতি বছর যেমন লক্ষ লক্ষ মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় জমান, এবছরও তার ব্যতিক্রম হবে না। এই প্যান্ডেল হপিংকে আরও সহজ এবং নির্বিঘ্ন করতে কলকাতা মেট্রো প্রকাশ করেছে একটি বিশেষ পূজা মেট্রো মানচিত্র, যাতে প্রতিটি বড় প্যান্ডেল ঘুরে দেখার জন্য সবচেয়ে সুবিধাজনক স্টেশন এবং রুট চিহ্নিত করে দেওয়া হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মানচিত্রে উত্তর-দক্ষিণ এবং ইস্ট-ওয়েস্ট করিডরের স্টেশনগুলির সঙ্গে কাছাকাছি বিখ্যাত পূজাগুলির নাম উল্লেখ করা হয়েছে। যেমন, শহরের উত্তর অংশে বাগবাজার, কলেজ স্কোয়ার বা শোভাবাজারের পূজা দেখতে গেলে শোভাবাজার-সুতানুটি স্টেশন সবচেয়ে কাছের। দক্ষিণে দেশপ্রিয় পার্ক, একডালিয়া এভারগ্রিন বা সিংহী পার্কের মতো জনপ্রিয় পূজা মণ্ডপের জন্য গড়িয়া থেকে কালীঘাট পর্যন্ত স্টেশনগুলি ব্যবহার করা যাবে। একইভাবে, সাল্টলেক ও সেক্টর ভি অঞ্চলের পুজোগুলি দেখতে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট সবচেয়ে সুবিধাজনক। 

আজকের প্রতিবেদনে উল্লেখিত হল দুর্গাপূজা পরিক্রমা সংক্রান্ত মেট্রো গাইডঃ 

∆ বেলগাছিয়া- ১। টালা প্রত্যয়; ২। টালা পার্ক; ৩। দমদম পার্ক ভারত চক্র; ৪। দমদম পার্ক তরুণ দল; ৫। দমদম পার্ক তরুণ সংঘ; ৬। দমদম পার্ক সর্বজনীন; ৭। শ্রীভূমি; ৮। লেকটাউন অ্যাসোসিয়েশন;  ৯। দক্ষিণ পাড়া সর্বজনীন। 

∆ শ্যামবাজার- ১। বাগবাজার সর্বজনীন; ২। জগৎ মুখার্জি পার্ক; ৩। ফ্রেন্ডস ইউনিয়ন; ৪। শ্যাম স্কয়ার; ৫। কবিরাজ বাগান সর্বজনীন; ৬। নর্থ শ্রীধারা; ৭। নলিন সরকার স্ট্রিট; ৮। হাতিবাগান নবীন পল্লি; ৯। হাতিবাগান সর্বজনীন; ১০। শিকদার বাগান।

∆ শোভাবাজার সুতানটি- ১। আহিরীটোলা সর্বজনীন; ২। বেনিয়াটোলা সর্বজনীন; ৩। কুমোরটুলি সর্বজনীন; ৪। কুমোরটুলি পার্ক; ৫। হাতিবাগান নবীন পল্লী; ৬। নলীন সরকার স্ট্রীট; ৭। হাতিবাগান সর্বজনীন; ৮। শিকদার বাগান; ৯। গৌরিবেরিয়া; ১০। তেলেঙ্গাবাগান; ১১। কাশী বোস লেন; ১২। কলাবাগান; ১৩। আহিরীটোলা যুবক বৃন্দ। 

∆ গিরিশ পার্ক- ১। সিমলা ব্যায়াম সমিতি; ২। পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি; ৩। চেলতাবাগান; ৪। কাশীবোস সেন; ৫। জোঁড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব; ৬। ৩৭ পল্লি; ৭। বিবেকানন্দ স্পোর্টিং; ৮। রবীন্দ্র কানন; ৯।  বিডন স্কোয়ার; ১০। চোরবাগান সর্বজনীন। 

∆ মহাত্মা গান্ধী রোড- ১। মহম্মদ আলি পার্ক; ২। কলেজ স্কোয়ার; ৩। শিয়ালদহ অ্যাথলেটিক ক্লাব।

∆ সেন্ট্রাল- ১। কাপালিটোলা; ৩। সন্তোষ মিত্র স্কোয়ার; ৪। লেবুতলা পার্ক। 

∆ চাঁদনী চক্-  ১। সুবোধ মল্লিক স্কোয়ার; ২। তালতলা সর্বজনীন। 

∆ নেতাজি ভবন- ১। ভবানীপুর দুর্গোৎসব; ২। ভবানীপুর ৭৫ পল্লি; ৩। হরিশ পার্ক; ৪। পদ্মপুকুর বারোয়ারি সমিতি; ৫। অগ্রদূত উদয় সঙ্ঘ; ৬। ৬৮ পল্লি; ৭। ভবানীপুর স্বাধীন সংঘ; ৮।  সঙ্ঘশ্রী ও সঙ্ঘমিত্র; ৯। চকবেরিয়া সর্বজনীন; ১০। ভবানীপুর অবসর।  

∆ যতীন দাস পার্ক- ১। ম্যাডক্স স্কোয়ার; ২। ২১ পল্লি; ৩। আদি বালিগঞ্জ; ৪। ২৩ পল্লি; ৫। বকুল বাগান সর্বজনীন; ৬। কালীঘাট শ্রী সংঘ। 

∆ কালীঘাট-  ১। ৬৬ পল্লি; ২। বাদামতলা আষাঢ় সঙ্ঘ; ৩। দেশপ্রিয় পার্ক; ৪। চেতলা অগ্রণী; ৫। বোসপুকুর তালবাগান সর্বজনীন; ৬। বোসপুকুর শীতলা মন্দির; ৭। ত্রিধারা সম্মিলনী; ৮। সমাজসেবী; ৯। ট্রায়াঙ্গুলার পার্ক; ১০। হিন্দুস্তান পার্ক; ১১। বালিগঞ্জ কালচারাল; ১২। একডালিয়া এভারগ্রিন; ১৩।  সিংহি পার্ক। 

∆ রবীন্দ্র সরোবর- ১। মুদিয়ালি; ২। যোধপুর পার্ক; ৩। যোধপুর পার্ক ৯৫ পল্লী; ৪। সমাজসেবী সংঘ; ৫। শিবমন্দির; ৬। সুরুচি সংঘ; ৭। আলিপুর সর্বজনীন। 

∆ মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ-  ১। বড়িশা ক্লাব; ২। হরিদেবপুর অজেয় সংহতি; ৩। পল্লি উন্নয়ন সমিতি; ৪। ৪১ পল্লি; ৫। ঠাকুরপুর এসবি পার্ক; ৬। বেহালা ফ্রেন্ডস; ৭। বেহালা নতুন দল; ৮। বিবেকানন্দ পার্ক।  

∆ গীতাঞ্জলি বা নাকতলা- ১। নাকতলা উদয়ন সঙ্ঘ। 

ইস্ট-ওয়েস্ট লাইনের মেট্রোঃ 

∆ শিয়ালদা মেট্রো- ১। শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব; ২। সন্তোষ মিত্র স্কোয়ার। 

∆ ফুলবাগান- ১। বেলেঘাটা ৩৩ পল্লী;  ২। বেলেঘাটা গান্ধি মাঠ ফ্রেন্ডস সার্কল; ৩। কাঁকুড়গাছি যুবকবৃন্দ; ৪। কাঁকুড়গাছি মিতালী সংঘ; ৫। স্বপ্নারবাগান; ৬। নবমিলন দুর্গা পূজা; ৭। সন্ধানী ক্লাব। 

∆ সিটি সেন্টার- ১।  সল্টলেক এএ ব্লক; ২।  এবি ব্লক; ৩। এসি ব্লক; ৪। এডি ব্লক। 

∆ সেন্ট্রাল পার্ক-  ১। সল্টলেক এই ব্লক; ২। এজি ব্লক;  ৩। একে ব্লক।

∆ করুণাময়ী- ১। সল্টলেক বিজে ব্লক;  ২। এফডি ব্লক। 

বেহালা মেট্রোঃ  

∆ বেহালা বাজার- ১। বেহালা নতুন দল; ২। ফ্রেন্ডস ক্লাব; ৩। বেহালা নতুন সংঘ।

∆ বেহালা চৌরাস্তা-  ১।  বড়িশা সর্বজনীন; ২। প্লেয়ার্স কর্ণার; ৩।  বড়িশা ক্লাব। 

You might also like!