Game

1 hour ago

Villarreal vs Real Madrid: লা লিগা, এমবাপের জোড়া গোলে, বার্সেলোনাকে টপকে শীর্ষে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ

Kylian Mbappe of Real Madrid celebrates scoring his team's first goal at Villarreal
Kylian Mbappe of Real Madrid celebrates scoring his team's first goal at Villarreal

 

বার্সিলোনা, ২৫ জানুয়ারি: প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ ভিয়ারেয়ালের বিরুদ্ধে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।দুটি গোলই করেছেন কিলিয়ান এমবাপে। এই মরসুমে লা লিগার সর্বোচ্চ স্কোরার এমবাপের গোল হলো ২০ ম্যাচে ২১টি। ১৪টির বেশি নেই আর কারো। এর ফলে, বার্সিলোনাকে হটিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল আলভারো আরবেলোয়ার দল। রিয়ালের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সিলোনা। শিরোপাধারীরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ঘরোয়া লিগে টানা পঞ্চম জয় পেল রিয়াল। ২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৫১। এই হারের পর ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে ভিয়ারেয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ।

You might also like!