Country

1 week ago

Mohan Bhagwat: গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার নির্বাচনের জন্য ভোটদান অপরিহার্য, মোহন ভাগবত

RSS Mohan Bhagwat Chief Advises Against NOTA
RSS Mohan Bhagwat Chief Advises Against NOTA

 

নাগপুর, ১৫ জানুয়ারি : গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার নির্বাচনের জন্য ভোটদান অপরিহার্য, এই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত বৃহস্পতিবার সকালে নাগপুরে মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের আঙুলে লাগানো কালির দাগ দেখান। তিনি বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার নির্বাচনের জন্য ভোটদান অপরিহার্য এবং তাই এটি প্রত্যেক নাগরিকের কর্তব্য। একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং জনগণের কল্যাণের কথা মাথায় রেখে সঠিক প্রার্থীকে ভোট দেওয়া আমাদের দায়িত্ব। এটি দিনের প্রথম কর্তব্য এবং সেই কারণেই আমি সবার আগে এখানে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসেছি।"

You might also like!