Country

2 hours ago

Mumbai Crime: লোকাল ট্রেনে যাত্রীদের মধ্যে বচসা, মুম্বইয়ে খুন অধ্যাপক

Alok Kumar Singh Stabbed on Mumbai Train
Alok Kumar Singh Stabbed on Mumbai Train

 

মুম্বই, ২৫ জানুয়ারি : লোকাল ট্রেনে যাত্রীদের মধ্যে বচসা। এক ৩৩ বছরের ব্যক্তিকে ছুরি মারার অভিযোগ উঠল অন্য যাত্রীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হন অলোক কুমার সিং নামে ওই ব্যক্তি। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, তিনি একটি বেসরকারি কলেজের অধ্যাপক। এই ঘটনায় ওমকার শিন্দে নামে অন্য এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ের মালাড রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটেছে। জিআরপি জানিয়েছে, মালাড পূর্বের বাসিন্দা ২৭ বছর বয়সী ওমকার শিন্ডেকে মুম্বই জিআরপি গ্রেফতার করেছে। তার কোনও পূর্ববর্তী অপরাধের রেকর্ড নেই।

You might also like!