Country

1 week ago

Uttarakhand Earthquake: উত্তরাখণ্ডের বাঘেশ্বরে ভূমিকম্প, তীব্রতা ৩.৫

Earthquake of magnitude 3.5 jolts Bageshwar
Earthquake of magnitude 3.5 jolts Bageshwar

 

দেহরাদূন, ১৩ জানুয়ারি : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের বাঘেশ্বর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। মঙ্গলবার সকাল ৭.২৫ মিনিট নাগাদ বাঘেশ্বরে ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা স্বল্প সময়ের জন্য কম্পন টের পান। অনেকেই ঘর-বাড়ি থেকে ভয়ে বেরিয়ে আসেন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭.২৫ মিনিট নাগাদ বাঘেশ্বরে ৩.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায়। ভূমিকম্পের তীব্রতার অপেক্ষাকৃত কম থাকায় কোথাও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

You might also like!