Country

1 week ago

JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত

JEE Main 2026
JEE Main 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের আবেদনে অবশেষে সাড়া দিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (NTA)। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজোর কারণে ওইদিন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE Main)পরীক্ষাকে কেন্দ্র করে আপত্তি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই আবেদন বিবেচনা করে ২৩ জানুয়ারির পরীক্ষার দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিল NTA। যদিও নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। NTA-র পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ২১ থেকে ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি পর্যন্ত জয়েন্ট মেন পেপার-১ পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা পেপার-২ পরীক্ষা। বি.ই ও বি.টেক কোর্সের জন্য পেপার-১ পরীক্ষা দু’টি শিফটে নির্ধারিত ছিল—সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যদিকে, বি.আর্ক পরীক্ষাটি ২৯ জানুয়ারি সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়ার কথা ছিল। 

তবে ২৩ জানুয়ারি রাজ্যে সরকারি ছুটির দিন। নেতাজির জন্মদিনের পাশাপাশি ওইদিন সরস্বতী পুজো হওয়ায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা তুলে ধরে রাজ্য সরকার NTA-র কাছে দিন পরিবর্তনের আবেদন জানায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার জাতীয় সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং এই সিদ্ধান্তকে বাংলার প্রতি কেন্দ্রের দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করে প্রশ্ন তোলেন। পরীক্ষার্থীরাও এই দাবিতে সরব হয়। এমনকি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারও NTA-কে চিঠি দিয়ে ওইদিন পরীক্ষা না নেওয়ার আবেদন জানান বলে জানা যায়। 

বৃহস্পতিবার এক্স হ্যান্ডল পোস্টে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, ২৩ জানুয়ারি বঙ্গে জয়েন্ট মেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারির বদলে অন্য কোনওদিন পরীক্ষা হবে। তবে সেই দিন এখনও ঠিক হয়নি। এনটিএ-র ওয়েবসাইটে পরে নতুন সূচি ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন রাজ্যের পরীক্ষার্থীরা। তাঁদের মতে, উৎসব ও ঐতিহাসিক দিবসের কথা মাথায় রেখে দিন পরিবর্তনের সিদ্ধান্ত ইতিবাচক ও সময়োপযোগী। 

You might also like!