Country

1 hour ago

Fresh snowfall in Kashmir: জম্মু ও কাশ্মীরে তুষারপাত হয়েই চলেছে, উল্লসিত পর্যটকরা

Fresh snowfall in Srinagar-Jammu
Fresh snowfall in Srinagar-Jammu

 

শ্রীনগর, ২৫ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরে তুষারপাত হয়েই চলেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য দেখে খুশি পর্যটকরা। জম্মু ও কাশ্মীরের অন্যান্য অংশের পাশাপাশি রাজৌরিতেও চলতি মরসুমে ভারী তুষারপাত হয়েছে, কোটরাঙ্কা বুধল অঞ্চলে উল্লেখযোগ্য তুষারপাত হয়েছে, পর্যটকরা তুষারপাতের পর প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছেন।

রাজৌরির ডিসি অভিষেক শর্মা বলেন, "পশ্চিমী ঝঞ্ঝার জন্য পীর পাঞ্জাল পর্বতমালায় ভারী তুষারপাত হয়েছে। রাজৌরিতে সর্বাধিক তুষারপাত থানামান্ডি এবং কোটরাঙ্কা মহকুমায় দেখা গেছে। গতকাল থানামান্ডিতে আমার সফরের সময়, থানামান্ডিতে মৌলিক সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় পরিষেবাগুলি পর্যালোচনা করা হয়েছিল এবং সেগুলি পুনরুদ্ধার করা হয়েছে। কোটরাঙ্কায় বিদ্যুৎ পুনরুদ্ধার রবিবার রাতের মধ্যে সম্পন্ন হবে। যানবাহন চলাচলও শীঘ্রই পুনরুদ্ধার করা হবে।"

"প্রকল্প সম্পর্ক"-এর অংশ হিসেবে বর্ডার রোডস অর্গানাইজেশন রাজৌরি এবং পুঞ্চের মধ্যে ১৪৪ এ জাতীয় সড়ক পুনরায় খুলে দিয়েছে। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলাতেও ভারী তুষারপাত হয়েছে। তুষারপাতের পর ভাদেরওয়াহ নির্মল সাদা আশ্চর্যভূমিতে পরিণত হয়েছে। শ্রীনগরেও এদিন নতুন করে তুষারপাত হয়েছে। প্রবল তুষারপাত ও কনকনে ঠান্ডার মধ্যে কর্তব্যে অবিচল সুরক্ষা বাহিনীর জওয়ানরা। সাধারণতন্ত্র দিবস উদযাপনের আগে জম্মু ও কাশ্মীর পুলিশ (জেকেপি) স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) কর্মীদের সঙ্গে ভাদেরওয়াহর তুষারাবৃত ঘন বনাঞ্চলে টহল অভিযান পরিচালনা করে।

You might also like!