Country

1 week ago

Magh Mela: প্রয়াগের সঙ্গমে চলছে পুণ্যস্নান, নিরাপত্তা আঁটোসাঁটো

People holy deep in Sangam
People holy deep in Sangam

 

প্রয়াগরাজ, ১৫ জানুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে বৃহস্পতিবারও পুণ্যস্নান করেছেন অসংখ্য ভক্তরা। পুণ্যযোগ থাকায় বৃহস্পতিবার ভোর থেকেই পুণ্যার্থীরা পুণ্যস্নান করেন। মকর সংক্রান্তি উপলক্ষ্যে বিপুল সংখ্যক ভক্ত এদিন ভোর থেকেই সঙ্গম ঘাটে আসেন। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই পুণ্যস্নান করেন পুণ্যার্থীরা।

মাঘ মেলার আধিকারিক ঋষি রাজ বলেন, "মকর সংক্রান্তি উপলক্ষ্যে গতকাল গভীর রাত থেকেই স্নান চলছে। আজ ঘাটে কুয়াশা ছিল, কিন্তু আমাদের পুরো দল ঘটনাস্থলে উপস্থিত আছে। আমাদের দল সবকিছু পর্যবেক্ষণ করছে এবং টহল দিচ্ছে, যাতে কোনও পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণ করা যায়।" মাঘ মেলার এসপি নীরজ পান্ডে বলেন, "গতকাল অনেকেই স্নান করেছিলেন এবং আজ সকালেও প্রচুর ভিড় হয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

You might also like!