
নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : ধীরে ধীরে দূষণের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছে রাজধানী দিল্লি। আবহাওয়ার উন্নতি হচ্ছে দিল্লি লাগোয়া অঞ্চলেও। রবিবার সকালে দিল্লির কর্তব্যপথ, এইমস চত্বর-সহ বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমানের উন্নতি হয়েছে। ধোঁয়াশা কেটে পরিষ্কার হয়েছে আবহাওয়া। দিল্লি-এনসিআর জুড়ে বাতাসের গুণমান উন্নত হওয়ায় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় পর্যায় শিথিল করেছে। দিল্লির অক্ষরধাম এলাকাতেও বাতাসের গুণমানের উন্নতি হয়েছে। ধোঁয়াশা কেটেছে উত্তর প্রদেশেও। রবিবাসরীয় সকালে অনেক দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল আগ্রার তাজমহল।
