Country

2 hours ago

Mallikarjun Kharge: "ভোটের অধিকার" কেড়ে নেওয়া দেশের গণতন্ত্রকে কলঙ্কিত করে, খাড়গে

Congress president Mallikarjun Kharge
Congress president Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : জাতীয় ভোটার দিবসে এসআইআর-এর বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, এসআইআর-এর মাধ্যমে "ভোটের অধিকার" কেড়ে নেওয়া দেশের গণতন্ত্রকে কলঙ্কিত করে। খাড়গে রবিবার এক্স মাধ্যমে জানান, "জাতীয় ভোটার দিবস একটি শক্তিশালী স্মারক যে একটি দেশের ভবিষ্যৎ নিজস্ব জনগণের উপর নির্ভরশীল এবং আমাদের সম্মিলিত কণ্ঠস্বর আমাদের ভাগ্য গঠন করতে পারে।"

খাড়গে আরও জানান, "ভারতের জনগণ একটি অবাধ, সুষ্ঠু এবং নির্ভীক নির্বাচনের দাবি রাখে, যেখানে স্বচ্ছ ভোটার তালিকা এবং সমান সুযোগ-সুবিধা প্রাথমিক প্রয়োজন। ভোট চুরি এবং অপরিকল্পিত এসআইআর-এর মাধ্যমে "ভোটের অধিকার" কেড়ে নেওয়া ভারতের দীর্ঘকালীন গণতন্ত্রকে কলঙ্কিত করে। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের মতো আমাদের প্রতিষ্ঠানগুলি ক্রমাগত চাপের সম্মুখীন হয়েছে। তাই তাদের স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব, যাতে গণতন্ত্র কেবলমাত্র টিকে থাকা নয়, বরং সত্যিকার অর্থে সমৃদ্ধ হয়।"

You might also like!