Game

2 hours ago

Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, ম্যানচেস্টার সিটি পেল জয়, ব্যবধান কমাল আর্সেনালের সঙ্গে

Manchester City Secures First League Win of New Year
Manchester City Secures First League Win of New Year

 

ম্যানচেস্টার, ২৫ জানুয়ারি  : ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। ওমার মার্মাউশ শুরতেই দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান অ‍্যান্টোয়ান সেমেনিও। ৩ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল, একটি ম্যাচ কম খেলেছে মিকেল আর্তেতার দল। প্রিমিয়ার লিগে টানা তিন ড্রয়ের পর, ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে হেরেছিল সিটি। এর মাঝে লিগ কাপ ও এফএ কাপে দুটি জয় পেলেও, গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্লিম্টের বিপক্ষেও হেরে ছিল হলান্ড-সিলভারা।

You might also like!