Country

1 week ago

Delhi weather update: শীতে জবুথবু দিল্লি-এনসিআর, বায়ুদূষণে এখনও দুর্বিষহ অবস্থা

Delhi Weather
Delhi Weather

 

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : হাঁড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে দিল্লি-এনসিআর। বুধেও দিল্লিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী। একইসঙ্গে ঘন কুয়াশা ও বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানীজুড়ে। বুধবার সকালে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে যায় রাজধানী দিল্লি। ইন্ডিয়া গেট এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৭৮। দিল্লিতে এদিন সকালে সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫৭।

ময়ূর বিহার এলাকা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানায়, ময়ূর বিহার এলাকা একিউআই ৩৬৬ রেকর্ড করা হয়েছে, যা 'অত্যন্ত খারাপ' পর্যায়ের অন্তর্গত। দিল্লির অক্ষরধাম এলাকাতেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৬৬। দিল্লির পাশাপাশি পঞ্জাব ও চন্ডীগড়ও এদিন সকালে কুয়াশার চাদরে ঢেকে যায়। কনকনে শীতের আমেজ ছিল উত্তর প্রদেশে।

You might also like!