West Bengal

1 week ago

Gangasagar Mela: গঙ্গাসাগরে বিপুল পুণ্যার্থীর সমাগম, স্নানের আগেই জমজমাট পুণ্যভূমি

Pilgrims at Gangasagar
Pilgrims at Gangasagar

 

সাগর, ১৩ জানুয়ারি : বুধবার মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে পুণ্যস্নান। তার আগেই গঙ্গাসাগরে সমাগম হয়েছে অসংখ্য ভক্তের। পুণ্যস্নানের আগেই ভক্তদের আগমনে জমজমাট গঙ্গাসাগরের পুণ্যভূমি। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা এসে পৌঁছেছেন গঙ্গাসাগরে। এস পৌঁছেছেন প্রচুর নাগা সন্ন্যাসীও।

১৪ জানুয়ারি, বুধবার পবিত্র মকর সংক্রান্তি স্নানের আগে গঙ্গাসাগরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে। এক পুণ্যার্থী জানিয়েছেন, গঙ্গাসাগরে আসা অত্যন্ত আনন্দের বিষয়। আরও এক পুণ্যার্থী জানান, "এখানে আসার পর আমার খুব ভালো লাগছে। আমার মন ও শরীর শক্তিতে ভরে গেছে।"

You might also like!