Entertainment

1 hour ago

Sana Khan: পরপুরুষের সঙ্গে ছবি তুলতে আপত্তি! দীর্ঘসময় পর বলিউডের সানা খান সোশাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে

Sana Khan, Mufti Anas and Baseer Ali
Sana Khan, Mufti Anas and Baseer Ali

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুম্বইয়ের ধারাভির কন্যা সানা খান বিয়ের পর থেকে একেবারেই নতুন জীবন শুরু করেছেন। একসময়ের সফল অভিনেত্রী বর্তমানে সম্পূর্ণ হোমমেকার এবং সন্তানের মা। বলিউডে ছোট-বড় বিভিন্ন সিনেমার মাধ্যমে সানা শুরু করেছিলেন তার অভিনয় জীবন। ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘টয়লেট: এক প্রেম কথা’সহ একাধিক হিন্দি, তামিল ও তেলুগু সিনেমায় কাজ করেছেন তিনি। রিয়ালিটি শো ‘বিগ বস’ ও ‘ফিয়ার ফ্যাক্টর’-এও তাঁর উপস্থিতি ছিল। এছাড়া ‘স্পেশাল অপস’ সিরিজেও তাঁর অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল।   

২০২০ সালের ৮ অক্টোবর আচমকাই সোশাল মিডিয়ার মাধ্যমে জানান, তিনি গ্ল্যামার জীবন ত্যাগ করে ধর্মের পথে যাবেন। সেই ঘোষণার পর তিনি নিকাহ করেন দুবাই-নিবাসী মৌলানা মুফতি আনাস সৈয়দের সঙ্গে। গত বছর এই দম্পতি পডকাস্ট শুরু করেন। একটি পর্বে উপস্থিত ছিলেন ‘বিগ বস ১৯’ খ্যাত বসির আলি। ওই অনুষ্ঠানের পর একসঙ্গে সানা, মুফতি ও বসিরকে দেখা যায়। সানা এবং বসিরকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করেন। তবে তাতে সায় দেননি সানা। মিষ্টি হেসে আপত্তির কথা জানান। মাঝে মুফতিকে রেখে ছবি তুলতে চান বলেই জানান। পরিস্থিতি সামাল দেন বসির। তিনি জানান, এভাবেই তিনজনে মিলে ছবি উঠবে। বলেন, “আমাদের এমন দূরত্বই থাকবে। আমরা তিনজন মিলে একটা দল।” এই ভিডিও বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল।


নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বসির কি পরপুরুষ হওয়ায় এমন আপত্তি সানার? যদিও সানা সরাসরি কোনো মন্তব্য করেননি। কেউ কেউ সানার ধর্মীয় নীতি এবং শ্রদ্ধাশীল আচরণকে প্রশংসা করেছেন। সানার এই সিদ্ধান্তকে অনেকে উদাহরণ হিসেবে দেখছেন, যেখানে ধর্ম ও ব্যক্তিগত সীমাবদ্ধতার প্রতি অটল থাকা এক অভিনব উদাহরণ। 


You might also like!