Country

1 week ago

Winter chill grips North India: ঠান্ডায় শিমলাকে হারাচ্ছে দিল্লি, কনকনে ঠান্ডা পঞ্জাব ও হরিয়ানায়

Cold Wave Hits North India
Cold Wave Hits North India

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : ঠান্ডার নিরিখে হিমাচল প্রদেশের শিমলাকে পিছনে ফেলে দিচ্ছে দিল্লি। রাজধানী কাঁপছে হাড়কাঁপানো ঠান্ডায়। কনকনে শীতের আমেজ পঞ্জাব ও হরিয়ানায়। শীতের ঠান্ডায় পিছিয়ে নেই উত্তর প্রদেশও। প্রয়াগরাজ, অযোধ্যা, বারাণসী, মোরাদাবাদ সর্বত্রই জমজমাট ঠান্ডা। শীতে জবুথবু মরুরাজ্য রাজস্থান।

জানুয়ারির শুরু থেকেই উত্তর ভারত জুড়ে ঠান্ডার প্রকোপ বেড়েছে। পশ্চিম হিমালয় অঞ্চলের হাড়কাঁপানো কনকনে হাওয়া কোনও বাধা ছাড়াই ঢুকছে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে। ফলে হু-হু করে তাপমাত্রা নামছে এই অঞ্চলগুলিতে। তার সঙ্গে চলছে শৈত্যপ্রবাহও। দিল্লিতে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। বৃহস্পতিবার সকালেও কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে দিল্লিতে। ছিল কুয়াশার দাপট। এদিন সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৯ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার জেরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। দিল্লির দ্বারকা সেক্টর ১৬ এলাকা ছিল কুয়াশার কবলে। এদিনও দিল্লির অনেক স্থানে বাতাসের গুণগতমানের সূচক ছিল মন্দ পর্যায়ে।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

You might also like!