Country

2 hours ago

Ladakh issue : হিংসা ও ভয়ের রাজনীতি বন্ধ করুন, লেহ প্রসঙ্গে মন্তব্য রাহুল গান্ধীর

Rahul gandhi (symbolic picture)
Rahul gandhi (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : লেহ ইস্যুতে সংলাপে জোর দেওয়ার আহ্বান জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রের উদ্দেশ্যে রাহুল মন্তব্য করেছেন, হিংসা ও ভয়ের রাজনীতি বন্ধ করুন। রাহুল গান্ধী মঙ্গলবার এক্স মাধ্যমে একটি ভিডিও আপলোড করে জানান, "বাবা সেনাবাহিনীতে, ছেলে সেনাবাহিনীতে - দেশপ্রেম তাঁদের রক্তে প্রবাহিত। তবুও বিজেপি সরকার জাতির এই সাহসী পুত্রকে গুলি করে হত্যা করেছে, কারণ তিনি লাদাখ এবং তার অধিকারের জন্য দাঁড়িয়েছিলেন।রাহুল আরও লেখেন, "বাবার বেদনাভরা চোখ একটি প্রশ্ন জিজ্ঞাসা করে: এখন কি দেশের সেবা করার এটাই পুরস্কার? আমরা দাবি করছি, লাদাখে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করা হোক এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। মোদীজি, আপনি লাদাখের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তারা নিজেদের অধিকার দাবি করছে। তাদের সঙ্গে যোগাযোগ করুন - হিংসা এবং ভয়ের রাজনীতি বন্ধ করুন।"

You might also like!