পূর্ব মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুরের কন্টাই নান্দনিক ক্লাবের মণ্ডপে মহাষ্টমীর অঞ্জলি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ক্লাবের পদাধিকারী তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। পরে বিধায়ক সুমিতা সিংহের পারিবারিক দুর্গাপুজোয় অংশ নেন শুভেন্দু। দুর্গাপুজোর মহাষ্টমীতে দেবীর কাছে অঞ্জলি দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, রাজ্যে প্রচুর অসুর তৈরি হয়ে গিয়েছে। মা, বোন এবং দিদিরা সুরক্ষিত থাকুন। আর জি কর থেকে তামান্নার খুনের সঠিক বিচার হোক। একাধিক ঘটনার কথা উল্লেখ করে রাজ্য সরকার তোষণের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।