কুরুক্ষেত্র, ২৯ সেপ্টেম্বর : হরিয়ানার কুরুক্ষেত্র জেলায় দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরও ৪ জন। মৃতদের নাম - প্রবীণ, পবন, রাজেন্দ্র, উর্মিলা ও সুমন। ১৮ বছর বয়সী বংশিকা গুরুতর আহত হয়েছেন। এই ৬ জন একটি গাড়িতে ছিলেন। অপর গাড়িতে থাকা আরও ৪ জন আহত হয়েছেন।সোমবার সকালে কৈথাল-কুরুক্ষেত্র সড়কে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, গাড়ি দু'টির সামনের অংশ তুবড়ে যায়। মৃত্যু হয় একটি গাড়িতে থাকা ৫ জনের। পুলিশ আধিকারিক দীনেশ সিং বলেছেন, সকাল ৭টা নাগাদ ঘারাসি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।