Country

11 hours ago

India Bhutan railway : ট্রেনে করে সোজা ভুটান, দু'টি নতুন রেল যোগাযোগের কথা জানালেন রেলমন্ত্রী

India Bhutan railway (symbolic picture)
India Bhutan railway (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল। ভারত ও ভুটানের মধ্যে রেল সংযোগ প্রকল্প সম্পর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "এই প্রকল্পটি মূলত ভুটানের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরকে সংযুক্ত করছে। একটি হল গেলফু, যা একটি মাইন্ডফুলনেস শহর হিসাবে গড়ে উঠছে। দ্বিতীয়ত, সামতসে, যা একটি শিল্প শহর। কোকরাঝাড় এবং বানারহাটে ভারতীয় রেলওয়ের নেটওয়ার্ক থেকে দুটি প্রকল্প চালু হবে। এই সময়ে যে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে তা প্রায় ৪০৩৩ কোটি টাকা এবং মোট দৈর্ঘ্য সুনির্দিষ্ট হতে প্রায় ৯০ কিলোমিটার। ৮৯ কিলোমিটার রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করা হবে। ভারত ভুটানের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং ভুটানের মুক্ত বাণিজ্যের বেশিরভাগই ভারতীয় বন্দর দিয়ে হয়। তাই, ভুটানের অর্থনীতির বিকাশের জন্য এবং বিশ্বব্যাপী নেটওয়ার্কে মানুষের আরও ভাল অ্যাক্সেসের জন্য একটি ভাল নিরবিচ্ছিন্ন রেল সংযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই এই পুরো প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।"


You might also like!