কলকাতা, ২৯ সেপ্টেম্বর,: স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা'র প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।সুকান্তবাবু সোমবার এক্সহ্যান্ডলে লিখেছেন, “ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবী নেত্রী মাতঙ্গিনী হাজরা'র প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং কোটি কোটি প্রণাম।”প্রসঙ্গত, মাতঙ্গিনী হাজরা (১৯ অক্টোবর ১৮৭০–২৯ সেপ্টেম্বর ১৯৪২) মেদিনীপুর জেলার বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহিদ হয়েছিলেন। তিনি 'গান্ধীবুড়ি' নামে পরিচিত ছিলেন।