Country

2 hours ago

Korba Dussehra Incident : কোরবা দশহরা: বৃষ্টিতে ভিজে ভেঙে পড়ল ৮০ ফুট রাবণ, পুনর্নির্মাণে ব্যস্ত আয়োজক

Korba Dussehra (symbolic picture)
Korba Dussehra (symbolic picture)

 

কোরবা, ২ অক্টোবর  : প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল ছত্তিশগড়ের কোরবায় দশহরার প্রস্তুতি। মুষলধারায় ভিজে পড়ে গেল ৮০ ফুট উঁচু নির্মীয়মাণ রাবণের কুশপুতুল। আয়োজক কমিটি ও শ্রমিকরা বাঁচানোর চেষ্টা করলেও কাঠ ও মাটির কাঠামো ভিজে নরম হয়ে যাওয়ায় প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে আয়োজকরা নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। কোরবা নগরনিগম কমিশনার আশুতোষ পাণ্ডে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের মধ্যেই নতুন কুশপুতুল দাঁড় করানো হবে। এ বছর রাবণের প্রতিমা আরও মজবুত ও আকর্ষণীয় করে বানানো হচ্ছে, যাতে দশহরার আসরে যথাযথ ভব্যতার সঙ্গে তা দহন করা যায়।


You might also like!