ডিব্রুগড় (অসম), ১ অক্টোবর : উজান অসমের ডিব্ৰুগড় জেলায় সংঘটিত এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় মহিলা সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ খবর লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।আজ বুধবার দুর্গাপূজার মহানবমীর সকালে ডিব্ৰুগড় জেলান্তৰ্গত লেপেটকাটার চেচা মৈদামের কাছে চার লেনের সড়কে সংঘটিত হয়েছে দুর্ঘটনাটি। জানা গেছে, এএস ০৪ এস ৫৩৫৫ নম্বরের চার চাকার একটি দামি গাড়িতে করে এক যুবতী সহ তিনজন যাচ্ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি মৃত্যুবরণ করেন। দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহত যুবতীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে দুৰ্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যায় পুলিশের দল। তাঁরা নিহতদের উদ্ধার করে তাদের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। দুৰ্ঘটনার সঠিক কারণ নিৰ্ণয় করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া খাদ থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে তোলার প্রক্রিয়াও পুলিশ চালিয়েছে বলে জানা গেছে।