কলকাতা, ১ অক্টোবর : বুধবার দুপুরে ঝড়ে নিউটাউনে আকন্দকেশরি এলাকার একটি পুজো মণ্ডপের বড় তোরণ ভেঙে পড়ল একটি গাড়ির সামনের অংশের উপরে। তবে সে সময়ে গাড়িতে কেউ ছিল না। তোরণ রাস্তার উপরে এসে পড়ায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে অন্য লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা হয়েছে। তোরণ সরানোর কাজ শুরু করেছে পুজো কমিটি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। পুজো কমিটির একাংশ জানায়, আচমকা ঝড়ে ওই বিপত্তি ঘটেছে। একটি গাড়ির ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।