West Bengal

1 hour ago

Kamalpur Durgapuja : সবচেয়ে বড় দুর্গা, এক বছর বাদে সফল কামালপুর অভিযান সঙ্ঘের স্বপ্ন

Kamalpur biggest durga (symbolic picture)
Kamalpur biggest durga (symbolic picture)

 

নদিয়া, ২ অক্টোবর, : বাংলার সবচেয়ে বড় দুর্গার ঘোষণার মাধ্যমে গত বছর সকলকে তাক লাগিয়ে দিয়েছিল রানাঘাটের কামালপুর অভিযান সঙ্ঘ। স্বপ্ন সফল হয়নি। এ বছর সফল হলো তাদের স্বপ্ন।কিন্তু মানুষের নিরাপত্তার কথা ভেবে ১১২ ফুটের দুর্গাপ্রতিমা গড়ার প্রস্তুতিতে অনুমতি মেলেনি প্রশাসনের। সেই ঘটনার এক বছর পার। ফের স্বপ্ন দেখা শুরু। ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে দেবী প্রতিমা। ৫৫তম বর্ষে ফের নতুন রূপে সেজে উঠছে অন্যতম বৃহৎ দুর্গা।

এ বছর চমক আরও বেশি। অনুমান করা হচ্ছে, দেবীর উচ্চতা এ বার ১২৫ ফুট। গত বছরের স্মৃতি ভুলে যাননি কেউই। বরং পুজোর উদ্যোক্তারা জানান, এ বছর সকলের নিরাপত্তার কথা ভেবেই প্রশাসনের দেওয়া নির্দেশ পালন করা হচ্ছে অক্ষরে অক্ষরে। সাহায্যের হাত বাড়িয়েছে সরকারও।গত বছর ১১২ ফুট দুর্গাপ্রতিমা তৈরির পরিকল্পনা করেছিল রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘ। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উদ্যোক্তারা। এ বছর নতুন করে ইচ্ছের ভিত শক্ত করে মুখে হাসি উদ্যোক্তাদের।

You might also like!