Country

1 hour ago

Himachal home to 83 snow leopards: সাম্প্রতিক বছরে হিমাচলে তুষার চিতার সংখ্যায় বৃদ্ধি, গবেষণায় স্পষ্ট

Snow leopard caught on camera trap
Snow leopard caught on camera trap

 

শিমলা, ৩ অক্টোবর : সাম্প্রতিক কয়েক বছরে হিমাচল প্রদেশে উল্লেখযোগ্যভাবে বেড়েছে তুষার চিতার সংখ্যা। বেঙ্গালুরুর প্রকৃতি সংরক্ষণ ফাউন্ডেশন (এনসিএফ)-এর সহযোগিতায় হিমাচল প্রদেশ বন্যপ্রাণী শাখার পরিচালিত একটি গবেষণা অনুসারে, ২০২১ সালে যেখানে তুষার চিতার সংখ্যা ছিল ৫১, তা বেড়ে ৮৩-এ দাঁড়িয়েছে। প্রায় ২৬,১১২ বর্গ কিলোমিটারজুড়ে এই গবেষণা চালানো হয়। তাতে দেখা যাচ্ছে, তুষার চিতার সংখ্যা অনেকটাই বেড়েছে। তুষার চিতার এই সংখ্যা বৃদ্ধি স্বাভাবিকভাবেই স্বস্তিদায়ক। এই মুহূর্তে হিমাচল প্রদেশে মোট তুষার চিতার সংখ্যা বেড়ে হয়েছে ৮৩।

You might also like!