Country

1 month ago

Vikram Misri Kathmandu visit:মহারাষ্ট্রে দহি হাণ্ডি উৎসবে মৃত দুই, আহত শতাধিক

Indian Foreign Secretary Nepal,
Indian Foreign Secretary Nepal,

 

মুম্বই, ১৭ আগস্ট : দহি হাণ্ডি উৎসবে ঘোর বিপত্তিমহারাষ্ট্রে একাধিক জায়গায় এই উৎসবের আবহে মৃত্যু হল দুজনেরজানা গেছে, শনিবার জন্মাষ্টমীতে দহি হাণ্ডি উৎসবে মুম্বইসংলগ্ন থানে শহরে মৃত্যু হয় দু'জনেরআহত প্রায় ১১৭ জন

রবিবার প্রশাসন সূত্রে জানা গেছে, গোটা শহর জুড়ে ঘটনাগুলি ঘটেছে। মৃতদের মধ্যে জগমোহন শিবকিরণ চৌধুরী মহারাষ্ট্র নগরে এক বন্ধুর বাড়িতে দইয়ের হাঁড়ি বাঁধতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও শেষরক্ষা হয়নিচিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উৎসবের মাঝে অজ্ঞান হয়ে যায় এক নাবালক। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকেও চিকিৎসক মৃত বলে জানান। আহতেরা সরকারি-সহ নানা বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

You might also like!