Country

1 month ago

Elvish Yadav latest update:এলভিশের গুরুগ্রামের বাড়িতে চলল গুলি, বাসভবনে ছিলেন না ইউটিউবার

Elvish Yadav Gurugram shooting
Elvish Yadav Gurugram shooting

 

গুরুগ্রাম, ১৭ আগস্ট : হরিয়ানার গুরুগ্রামে ইউটিউবার তথা বিগবস ওটিটি জয়ী এলভিশ যাদবের বাড়িতে চলল গুলিরবিবার সকাল ৫.৩০ মিনিট থেকে ৬টার মধ্যে এলভিশের বাসভবন লক্ষ্য করে গুলি চালায় তিন দুষ্কৃতী, সকলের মুখেই মাস্ক ছিল

গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে পাঁচটা থেকে ৬টার মধ্যে গুরুগ্রামের সেক্টর-৫৬ পুলিশ স্টেশনের অন্তর্গত একটি বাড়িতে কিছু অজ্ঞাতপরিচয় সন্দেহভাজন গুলি চালায়। যে বাড়িতে গুলি চালানো হয়েছিল, সেই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন এলভিশ যাদব। গুলি চালানোর সময় এলভিশ যাদব তাঁর ফ্ল্যাটে ছিলেন না। গুরুগ্রাম পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এখনও পর্যন্ত তদন্ত অনুসারে, মোটরবাইকে চড়ে তিনজন এই ঘটনাটি ঘটিয়েছেপুলিশ তদন্ত শুরু করেছে।

You might also like!