ভুবনেশ্বর, ১৭ আগস্ট : ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিশিষ্ট গণিতজ্ঞ অধ্যাপক গোকুলানন্দ দাসের প্রয়াণে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি বলেন, অধ্যাপনা ও গবেষণায় গভীর অনুরাগী গোকুলানন্দ দাস ছিলেন এক অনন্য শিক্ষক। জগন্নাথদেবের একনিষ্ঠ ভক্ত এই শিক্ষাবিদ আধ্যাত্মিকতা ও জনপ্রিয় বিজ্ঞান নিয়েও লিখতেন। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরেও দিশা দেখাতেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, তাঁর প্রয়াণ শিক্ষাজগতের জন্য অপূরণীয় ক্ষতি। প্রয়াত অধ্যাপকের পরিবার ও ছাত্রছাত্রীদের প্রতি সমবেদনা জানিয়ে জগন্নাথদেবের চরণে প্রার্থনা করেছেন তিনি।