ভুবনেশ্বর, ২১ আগস্ট : উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “শ্রীরাম মন্দির আন্দোলনের অগ্রদূত, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘পদ্মবিভূষণ’ শ্রদ্ধেয় কল্যাণ সিং ‘বাবুজি’-র মৃত্যুবার্ষিকীতে আমি তাঁকে প্রণাম জানাই।"
তিনি আরও বলেন, রামভক্তি বাবুজির জীবনের প্রাণতত্ত্ব ছিল। শ্রীরাম মন্দির আন্দোলনে তাঁর ঐতিহাসিক অবদান কখনোই ভোলার নয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দরিদ্র, কৃষক, যুবক ও সমাজের শেষ সারির মানুষ পর্যন্ত সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার তাঁর প্রচেষ্টা ছিল অভূতপূর্ব। তিনি ভারতীয় জনতা পার্টিকে উত্তর প্রদেশের জনআকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করেছিলেন এবং সংগঠনকে মজবুত ভিত প্রদান করেছিলেন। রামভক্ত শ্রদ্ধেয় বাবুজির স্মৃতিই আমাদের সকলকে অবিরত জাতিসেবার জন্য অনুপ্রেরণা জোগাবে।”
श्रीराम मंदिर आंदोलन के अग्रदूत, उत्तर प्रदेश के पूर्व मुख्यमंत्री 'पद्म विभूषण' श्रद्धेय कल्याण सिंह 'बाबूजी' की पुण्यतिथि पर उन्हें श्रद्धापूर्वक नमन करता हूँ।
— Dharmendra Pradhan (@dpradhanbjp) August 21, 2025
रामभक्ति 'बाबूजी' के जीवन का प्राणतत्व था। श्रीराम मंदिर आंदोलन में उनके ऐतिहासिक योगदान को कभी नहीं भुलाया जा सकता।… pic.twitter.com/fo0E2bs6sk