Odisha

2 hours ago

Tribute To Kalyan Singh: প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ধর্মেন্দ্র প্রধানের

Former Uttar Pradesh chief minister Kalyan Singh
Former Uttar Pradesh chief minister Kalyan Singh

 

ভুবনেশ্বর, ২১ আগস্ট : উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “শ্রীরাম মন্দির আন্দোলনের অগ্রদূত, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘পদ্মবিভূষণ’ শ্রদ্ধেয় কল্যাণ সিং ‘বাবুজি’-র মৃত্যুবার্ষিকীতে আমি তাঁকে প্রণাম জানাই।"

তিনি আরও বলেন, রামভক্তি বাবুজির জীবনের প্রাণতত্ত্ব ছিল। শ্রীরাম মন্দির আন্দোলনে তাঁর ঐতিহাসিক অবদান কখনোই ভোলার নয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দরিদ্র, কৃষক, যুবক ও সমাজের শেষ সারির মানুষ পর্যন্ত সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার তাঁর প্রচেষ্টা ছিল অভূতপূর্ব। তিনি ভারতীয় জনতা পার্টিকে উত্তর প্রদেশের জনআকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করেছিলেন এবং সংগঠনকে মজবুত ভিত প্রদান করেছিলেন। রামভক্ত শ্রদ্ধেয় বাবুজির স্মৃতিই আমাদের সকলকে অবিরত জাতিসেবার জন্য অনুপ্রেরণা জোগাবে।”

You might also like!