Country

1 hour ago

Ajit Pawar’s death: অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

PM Modi Reacts to NCP Chief Ajit Pawar’s Passing
PM Modi Reacts to NCP Chief Ajit Pawar’s Passing

 

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অজিত পাওয়ারের তাঁর সঙ্গে ছবি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, তিনি একজন জননেতা ছিলেন, যাঁর তৃণমূল স্তরে দৃঢ় সংযোগ ছিল। মহারাষ্ট্রের জনগণের সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একজন পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে তিনি সর্বত্র সম্মানিত ছিলেন। প্রশাসনিক বিষয়ে তাঁর বোধগম্যতা এবং দরিদ্র-পীড়িতদের ক্ষমতা দান করার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অপরিসীম। তাঁর অকাল প্রয়াণ অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তাঁর পরিবার এবং অগণিত অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।

উল্লেখ্য, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার বুধবার সকালে বারামতী বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় বিমান দুর্ঘটনায় মারা যান। এই খবরের জেরে রীতিমতো দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

You might also like!