
নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : ডিআরডিও-র ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, প্রতিরক্ষা ক্ষেত্রের শীর্ষ গবেষণা সংস্থা ডিআরডিও। মঙ্গলবার সকালে দিল্লিতে এক অনুষ্ঠানে ডিআরডিও বিজ্ঞানীদের সঙ্গে আলাপচারিতায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, "ডিআরডিও হল প্রতিরক্ষা ক্ষেত্রে শীর্ষ গবেষণা সংস্থা, যার অর্থ আপনাদের অনেক দায়িত্ব। আপনাদের প্রতি জনসাধারণের অনেক শ্রদ্ধা আছে।"
রাজনাথ সিং এও বলেন, "গবেষণায় ঝুঁকি নেওয়ার আগ্রহ বাড়াতে হবে। আমি পরামর্শ দিচ্ছি, আপনারা সরকারি ও বেসরকারি ক্ষেত্রের উদ্যোগগুলির সঙ্গে আপনাদের সহযোগিতা বৃদ্ধি করুন এবং তাদের সাথে আপনাদের জ্ঞান ভাগ করে নিন। আমাদের প্রচলিত ক্ষেত্র থেকে বেরিয়ে আসা উচিত।"
