
নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : বুধবার, ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেট আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হবে, যা এবার রবিবার পড়েছে। সংসদের বাজেট অধিবেশন এই মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে এবং ২ এপ্রিল পর্যন্ত চলবে। এবার দুই পর্বে হবে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের প্রথম পর্ব ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং দ্বিতীয় পর্ব ৯ মার্চ থেকে শুরু হয়ে ২ এপ্রিল পর্যন্ত চলবে। বাজেট অধিবেশনের প্রাক্কালে মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রী রিজিজু সর্বদলীয় বৈঠক ডেকেছেন।
