
নয়াদিল্লি, ২৬ জানুয়ারি : সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে দেশের জাতীয় রাজধানী দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর সীমান্তে এবং সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ১৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে আকাশ, সর্বত্র নিশ্ছিদ্র নিরাপত্তা। পুলিশ যমুনা নদীর উপরও নজর রাখছে।
কুচকাওয়াজ স্থলে ছয় স্তরীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মূল অনুষ্ঠানস্থলের কাছে তিন সশস্ত্র বাহিনী, ন্যাশনাল সিকিওরিটি গার্ড এর কমান্ডোরা এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ কর্মীদের মোতায়েন করা হয়েছে। থাকছে বোমা নিষ্ক্রিয়কারী দল, সোয়াট প্রভৃতিও।
নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে, নিরাপত্তা জোরদার করার জন্য রবিবার রাত থেকেই প্যারেড রুটে ও রাজধানীর বিভিন্ন বহুতলে শার্পশুটার মোতায়েন করা হয়েছে। পুরো রুটে প্রায় ১০০টি এমন ভবন রয়েছে যেখানে তাদের মোতায়েন করা হয়েছে। তাছাড়া ড্রোন ইত্যাদি যে কোনও উড়ন্ত বস্তুর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিন।
