International

5 days ago

Train accident in Spain: দক্ষিণাঞ্চলীয় স্পেনে দু'টি ট্রেনের সংঘর্ষে মৃত ২১, আহত বহু

Spain Train Accident
Spain Train Accident

 

মাদ্রিদ, ১৯ জানুয়ারি : দক্ষিণাঞ্চলীয় স্পেনে দু'টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়াও বহু যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার সন্ধ্যায় দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশে দু'টি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২১ জন মারা যান এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল কোম্পানি রেনফে পরিচালিত একটি ইরিও যাত্রীবাহী ট্রেন এবং একটি এভিই পরিষেবার ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় ইরিও সার্ভিস ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন এবং মালাগা থেকে মাদ্রিদ-পুয়ের্তা দে আতোচা যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

You might also like!