International

5 days ago

Karachi Gul Plaza fire: করাচির শপিং মলের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১০, এখনও নিখোঁজ ৬০ জন

Karachi shopping plaza fire
Karachi shopping plaza fire

 

করাচি, ১৯ জানুয়ারি : পাকিস্তানের করাচিতে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। এখনও নিখোঁজ ৬০ জন। শনিবার রাতে আগুন লাগে করাচির গুল প্লাজা শপিং মলে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই ওই মলে আগুন লেগেছিল। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও মলের একাংশ ধসে পড়ায় তার ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করাচির পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের। যাঁদের খোঁজ মিলছে না, তাঁদের পরিবারকে সাহায্য করার জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের, আগুনে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

You might also like!