Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

International

1 day ago

US strikes in Venezuela: ভারত ভেনেজুয়েলার ভালো চায়, মন্তব্য জয়শঙ্করের

External affairs minister S Jaishankar
External affairs minister S Jaishankar

 

লুক্সেমবার্গ সিটি, ৭ জানুয়ারি : ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। লুক্সেমবার্গ-এর উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ফাঁকে জয়শঙ্কর বলেন, "আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, কিন্তু আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করব, তারা যেন এখন আলোচনায় বসে এমন একটি অবস্থানে পৌঁছায় যা ভেনিজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার স্বার্থে হবে। কারণ দিনের শেষে এটাই আমাদের প্রধান উদ্বেগ। আমরা চাই ভেনিজুয়েলা এমন একটি দেশ হিসেবে থাকুক, যার সঙ্গে বহু বছর ধরে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা চাই ঘটনার গতিপ্রবাহ যেদিকেই যাক না কেন, সেখানকার মানুষ যেন ভালো থাকে।"

প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "কিছু ব্যতিক্রম তো আছেই। আমাদের জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্কটি ব্যতিক্রম। এই যুগে বিশ্বে এমন কোনও দেশ দেখান, যারা তাদের প্রতিবেশীর বিরুদ্ধে পাকিস্তানের মতো নীতি অনুসরণ করেছে। এটি একটি অত্যন্ত অপ্রীতিকর বাস্তবতা, কিন্তু আমরা তা উপেক্ষা করতে পারি না। আমাদের নীতিগুলো এমনভাবে তৈরি করতে হবে যে, ঠিক আছে, সেই নির্দিষ্ট প্রতিবেশী এমনই হবে। যারা আমাদের সঙ্গে কাজ করতে এবং সহায়ক ও ইতিবাচক হতে ইচ্ছুক, তাদের সঙ্গে আমাদের সেভাবেই মনোভাব রাখতে হবে। আর যারা পাকিস্তানের মতো কাজ করে, তাদের সঙ্গে আমাদের ভিন্নভাবে মোকাবিলা করতে হবে।"

You might also like!