Country

1 week ago

Himachal Snow Forecast: হিমাচলে ফের তুষারপাতের পূর্বাভাস, সমতল থাকবে শুষ্ক

Snow Forecast for Himachal Pradesh
Snow Forecast for Himachal Pradesh

 

শিমলা, ১৫ জানুয়ারি : হিমাচল প্রদেশে ফের তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। পাহাড়ে তুষারপাত হলেও সমতল থাকবে মূলত শুষ্ক। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত হিমাচলের বিভিন্ন অংশে তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ২০ জানুয়ারি পর্যন্ত হিমাচলে উঁচু পাহাড়ে বিক্ষিপ্তভাবে হালকা তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, রাজ্যের নিচু পাহাড় ও সমতলের আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েকদিন রাজ্যের অধিকাংশ স্থানেই সর্বনিম্ন থাকবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। শিমলা, মানালি, মান্ডি, সোলানে বজায় থাকবে কনকনে ঠান্ডা।

You might also like!