
নয়াদিল্লি, ২৬ জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোমবার সমাজ মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে এ দিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সাধারণতন্ত্র দিবস আমাদের সম্মিলিতভাবে একটি বিকশিত ভারত গড়ে তোলার সংকল্পে নতুন উদ্যম ও উৎসাহ যোগ করুক।
Best wishes on Republic Day.
— Narendra Modi (@narendramodi) January 26, 2026
May this occasion add renewed energy and enthusiasm in our collective resolve to build a Viksit Bharat.
