Game

1 hour ago

SL vs ENG ODI Series 2026: ৬৬১ রানের ম্যাচ জিতে সিরিজ ইংল্যান্ডের

Harry Brook
Harry Brook

 

কলম্বো, ২৮ জানুয়ারি : মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয় ৫৩ রানে। হার দিয়ে শুরু করার পর টানা দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংলিশরা। ২০২৩ সালের মার্চের পর এই প্রথম দেশের বাইরে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল তারা। কলম্বোয় মঙ্গলবার ইংল্যান্ড ৫০ ওভারে করে ৩ উইকেটে ৩৫৭ রান, এই সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে যা তাদের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ১৯৮৩ সালে টন্টনে ৩৩৩। জবাবে প্রথম ৯ ওভারে ২ উইকেটে ৯৪ রান করা শ্রীলঙ্কা ৩০৪ রানে থমকে যায় ২০ বল বাকি থাকতে। দুই দল মিলিয়ে রান হয়েছে ৬৬১, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে ম্যাচে যা সর্বোচ্চ। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০৮ বলে অপরাজিত ১১১ রান করেন রুট। আর ১৩৬ রান করে অপরাজিত থাকেন ব্রুক।

You might also like!