
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকালে বারামতিতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঘটনাটি ছড়িয়ে পড়তেই জাতীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, ”এই খবরে আমি স্তম্ভিত এবং মর্মাহত। শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, তা হলে দেশের জনপ্রতিনিধিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যায়।” গোটা ঘটনায় নিরাপত্তা এবং প্রত্যেকদিন মনিটারিংয়েরও দাবি তোলেন প্রশাসনিক প্রধান।
এদিন প্রশাসনিক প্রধান জানান, ”সমাজমাধ্যমে একটি সূত্রে জানতে পেরেছিলাম, বিরোধী কোনও নেতা বলেছিলেন বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত পওয়ার। সেই পরিস্থিতিতে এই দুর্ঘটনা খুবই সন্দেহজনক”। তাই তিনি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করে বলেন যে, এক্ষেত্রে অন্য কোনও এজেন্সির তদন্তে তাঁর একেবারেই ভরসা নেই। পাশাপাশি প্রশাসনিক প্রধান বলেন, ” আমি অন্য কোনও এজেন্সির তদন্ত চাই না। টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে সমস্ত এজেন্সিগুলি।”
রাজনীতিক, প্রশাসনিক এবং সাধারণ মানুষরা এই দুর্ঘটনার সত্যতা জানতে মুখিয়ে আছে। অজিত পওয়ারের আকস্মিক মৃত্যু শুধু শোকের নয়, বরং দেশের রাজনৈতিক নিরাপত্তা এবং প্রশাসনিক তদারকির ক্ষেত্রেও গুরুতর প্রশ্নও তুলেছে।
