Country

2 hours ago

Ajit Pawar plane crash: বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের

NCP Leader Among Five Killed in Aircraft Crash
NCP Leader Among Five Killed in Aircraft Crash

 

পুণে, ২৮ জানুয়ারি : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার বুধবার সকালে বারামতী বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় বিমান দুর্ঘটনায় মারা যান। এই খবরের জেরে রীতিমতো দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে ভেঙে পড়ে বিমান। সেই বিমানে ছিলেন এনসিপি সুপ্রিমো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিমানটি ভেঙে পড়ার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে এবং দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অজিত ছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন এনসিপি নেতার দুই নিরাপত্তাকর্মী, দু’জন বিমানকর্মী (এক জন পাইলট, অপর জন ফার্স্ট অফিসার)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়।

You might also like!