
শিমলা, ২৯ জানুয়ারি : ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হিমাচল প্রদেশে। অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায় ৮৮৫টি সড়ক। এছাড়াও পানীয় জল পরিষেবায় প্রভাব পড়েছে, বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবাও। নতুন করে তুষারপাতের জেরে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে হিমাচল প্রদেশে। রাস্তাঘাট বন্ধ, বিদ্যুৎ বিভ্রাট ও জল সরবরাহ ব্যাহত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
তুষারপাত ও বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস এবং তুষারপাতের কারণে রাজ্য জুড়ে চারটি জাতীয় সড়ক-সহ মোট ৮৮৫টি রাস্তা বন্ধ রয়েছে। বিঘ্নিত বিতরণ ট্রান্সফরমার-এর সংখ্যা ৩,২৩৭টি এবং ১২১টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, যা হাজার হাজার পরিবারকে প্রভাবিত করেছে, বিশেষ করে উঁচু পাহাড় এবং অভ্যন্তরীণ অঞ্চলে।
