Entertainment

1 hour ago

Ranveer Singh-Kantara: ইফিতে ‘কান্তারা’ মন্তব্যে রণবীরের বিরুদ্ধে বেঙ্গালুরুর থানায় FIR, ধর্মীয় বিতর্ক চরমে

Actor Ranveer Singh
Actor Ranveer Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২০২৫ সাল রণবীর সিংয়ের জন্য অভিনয় জীবনের দিক থেকে যেমন সৌভাগ্যের বছর, তেমনই এই বছরেই তিনি  বারংবার আইনি সমস্যার সম্মুখীন হয়েছেন। আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব ইফি’র মঞ্চে ‘কান্তারা’ নিয়ে দেওয়া বেফাঁস মন্তব্যের কারণে ইতিমধ্যেই রণবীর বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ ছবিতে ঋষভ শেট্টির ‘দৈব নৃত্য’কে অনুকরণ করে তুলু সম্প্রদায়ের আরাধ্য দেবী চামুণ্ডাকে ‘মহিলা ভূত’ সম্বোধন করায় রণবীর সমালোচনার মুখে পড়েছিলেন। তখন নানা প্রকার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। অবশেষে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বুধবার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, রণবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল। অভিযোগে বলা হয়েছে, রণবীর হিন্দু ধর্মকে অপমান করেছেন এবং চামুণ্ডাদেবীর মতো অভিনয় করতে গিয়ে কর্নাটকের এই দেবীকে ভীষণভাবে আঘাত করেছেন। স্থানীয়দের মতে, এই দেবীর গুরুত্ব আমাদের কাছে অত্যন্ত গভীর।

 

প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনাটি নভেম্বর ২০২৫-এ গোয়ায় অনুষ্ঠিত ইফি’র মঞ্চে ঘটে। রণবীর বলেন, “আমি এই ছবিটি দেখেছি। আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে ঋষভ! বিশেষ করে যখন এক ‘মহিলা ভূত’ আপনার উপরে ভর করেছিল!”  এরপর তিনি সেই দৃশ্য অনুকরণ করে মঞ্চে পরিবেশন করেন, যেখানে চামুণ্ডা মাতা ঋষভের চরিত্রের ভিতরে প্রবেশ করে। রণবীরের চোখ ঘুরানো এবং জিভ বের করার ভঙ্গিতে উপস্থিত সবাই হাসি থামাতে পারেননি। এরপর রণবীরকে বলতে শোনা যায়, “আমাকে কি কেউ কান্তারা ৩-তে দেখতে চাও? তাহলে জানিও।”  ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে রণবীর তুলু সম্প্রদায়ের দেবতাকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন, এবং সেখান থেকে বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে। এফআইআর দায়েরের পরও এখনও পর্যন্ত রণবীর বা তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

You might also like!