Game

2 hours ago

4th T20I: নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত

India vs New Zealand, 4th T20I
India vs New Zealand, 4th T20I

 

কলকাতা, ২৯ জানুয়ারি : বুধবার বিশাখাপত্তনমে চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে করে ৭ উইকেটে ২১৫ রান। প্রায় একা লড়াই করেও শেষরক্ষা করতে পারলেন না শিবম দুবে। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৫০ রানে ভারত হারল নিউজিল্যান্ডের কাছে। তবে ৫ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে থাকল ৩-১ এ। ২৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন শিবম দুবে। ১৬৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

স্কোর:

নিউজিল্যান্ড: ২১৫ (সেইফার্ট ৬২, কনওয়ে ৪৪, অর্শদীপ ৩৩/২)

ভারত: ১৬৫ (শিবম ৬৫, রিঙ্কু ৩৯, স্যান্টনার ২৬/৩)

You might also like!