Entertainment

1 hour ago

Shruti Hassan: কমলকন্যা থেকে নিজস্ব সাম্রাজ্য, ৪০-এ ৪৫ কোটির মালকিন শ্রুতি হাসান

Actress and Singer Shruti Hassan
Actress and Singer Shruti Hassan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কমল হাসানের কন্যা হিসেবেই প্রথম পরিচিতি হলেও, বিনোদনজগতে নিজস্ব জায়গা তৈরি করেছেন শ্রুতি হাসান। বলিউডে খুব বেশি সফল ছবি না থাকলেও দক্ষিণী চলচ্চিত্রে তিনি আজ এক গুরুত্বপূর্ণ নাম। অভিনয়ের পাশাপাশি গানের জগতেও তাঁর আলাদা পরিচিতি রয়েছে। দরাজ কণ্ঠের জন্য অনুরাগীর সংখ্যাও কম নয়। বুধবার ৪০ বছরে পা দিলেন এই বহুমুখী প্রতিভা।অভিনেত্রী হিসেবে শ্রুতি বরাবরই ব্যতিক্রমী। ব্যক্তিগত জীবনেও তিনি খানিকটা আলাদা। গান ও অভিনয়ই তাঁর জীবনের মূল কেন্দ্রবিন্দু। পাশাপাশি আধ্যাত্মিকতায় বিশ্বাসী শ্রুতি। বাবার বিপুল সম্পত্তি থাকলেও নিজের কেরিয়ার গড়ে তুলেই আজ তিনি নাকি প্রায় ৪৫ কোটি টাকার সম্পত্তির মালকিন।

২০০০ সালে কমল হাসান অভিনীত ‘হে রাম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে আসেন শ্রুতি। পরে ২০০৯ সালে বলিউড ছবি ‘লাক’-এর মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। সেই ছবিতে গান গেয়েও নজর কেড়েছিলেন তিনি। এরপর ‘দিল তো বচ্চা হ্যায় জি’, ‘ডি ডে’, ‘গব্বর ইজ় ব্যাক’-এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেন। তবে দক্ষিণী ছবিতেই তাঁর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। শোনা যায়, এক একটি ছবিতে অভিনয়ের জন্য প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন শ্রুতি। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও মোটা অঙ্কের আয় করেন তিনি। একটি ব্র্যান্ডের প্রচারে অংশ নিতে নেন প্রায় ৫ লক্ষ টাকা। হিসাব অনুযায়ী মাসে প্রায় ৫০ লক্ষ টাকা, অর্থাৎ বছরে প্রায় ৬ কোটি টাকা আয় তাঁর। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক নেন শ্রুতি।


মুম্বইয়ে বিলাসবহুল বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়ির অন্দরসজ্জায় বিপুল অর্থ ব্যয় করেছেন বলেও শোনা যায়। এ ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় তাঁর আরও বাসস্থান রয়েছে। গাড়ির সংগ্রহও বেশ নজরকাড়া— রেঞ্জ রোভার থেকে অডি ও টয়োটা, একাধিক দামি গাড়ি রয়েছে তাঁর গ্যারাজে। ৪০ বছর বয়সে পা দিয়েও নিজের কাজ, সাফল্য ও স্বতন্ত্র পরিচিতি দিয়েই বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন শ্রুতি হাসান।

You might also like!